দুটি কবিতা

লিখেছেন:সিকতা আনান হক

 

সেকাল

গোটা শহর জুড়ে আমি শুধু খুঁজেছিলাম
হলুদ প্যাকিং পেপারে মোড়া বিকেল।
যেখানে নীলোফারের মেধাবী গন্ধ আসত
সেই প্রাক্তন দেবদুতটার পাঞ্জাবীর বোতাম থেকে
 
সেখানে সেসব কান্না থাকত না, থাকত না হাসিও,
থাকত না অবিচ্ছেদ্য মিথুন-কলরব
 
শুধু থাকত বলতে গেলে .... রয়ে যেত, ওই
এক মেরু নীলোফার আর প্যাকিং পেপার ছেড়া বিকেলটা ...
যেখানে আমি চোখ বন্ধ করে ক্রিমসম আবির
খেলতাম আমার প্রাক্তণ দেবদুতটার সাথে।

 

আকাশ

আকাশ ডিঙোতে পারা কঠিন, কারণ
আকাশ বরাবরই অনেক উচুঁ
আকাশ গম্ভীর, প্রতাপশালী
আর তার চোখের ভেতর সাধাসিধে
এক মস্ত দেওয়াল
 
যার রং নীল - ঠিক বেদনার সমান 

 

0 Comments
Leave a reply