দুটি কবিতা

লিখেছেন:সৌমিত্র উপাধ্যায়

রোদরং

চাইনি মুছে যাক ছন্দের ইতিহাস
পথ চেয়ে পেয়েছি পছন্দের পাহাড়
মাটির গন্ধ যেন অনাস্বাদিত মন
লতা নয় এ বনের স্বাদই লবঙ্গ
 
খবরে প্রকাশ গ্রীষ্ম নেমেছে প্রখর
তাপের প্লাবনে ভীত বাগানের ফুল
আলো পড়ে ঠিকড়ে উঠেছে রোদরং
আষাঢ়ের গল্প, সে বিস্মৃত বহুদূর
 
এখন আর মনে পড়ে না সে অতীত
শীতের দৃশ্যে অচল প্রেরণার গীত
আয়ুহীন গাছ, কান্ড প্রশাখা এখন
বায়বীয় নয়, মাথায় উঠেছে রস
 
সূর্যের ধরণ গাঢ় থেকে গাঢ়তর
বাতাস কেবল পত্রবৃন্তে ভাসমান ..


 

মেঘের মোক্ষ ছিল আরও কিছু জল

নিংড়ে নিয়েছে প্রাণ মেঘ কুয়াশার
বিবর্ণ অবসন্ন প্রায়শই হতাশ
অন্ধ দুচোখ তাই আপোষ করা দায়
সদ্য ক্ষয়িষ্ণু হয়েছে কিছু প্রতিকার
 
মেঘের মোক্ষ ছিল আরও কিছু জল
আরও কিছু প্রাচুর্য্য মিথ্যা সওয়াল
মড়কের ফুলেও উড়বে প্রজাপতি
বকুল না ফুটেও হবে যৌবনবতী
 
বিষের বাষ্প জ্বালায় অলস উপাঙ্গ
মিটবে না তৃষা তবু আকূল ভরসা
বিদ্বেষবাতাসে জ্বলে গেছে স্কন্দমূল
কেন মৃত হবে রাত, ঝরবে মুকুল
 
কথা দাও সাগরে গড়বে অন্তরীপ
কথা দাও আর হবে না এমন ভুল..

 

0 Comments
Leave a reply