এসো হে বৈশাখ

লিখেছেন:রথীন পার্থ মণ্ডল

বছর যায় বছর আসে  
ফিরে আসে বৈশাখ, 
গাছের ডালে শুনতে পাই ঐ 
হাজার পাখির ডাক।
 
আজকে সবাই চুপড়ি নিয়ে  
তুলছে মাঠে শাক, 
ধানের শীষে ঢেউ খেলে যায়  
যেথায় নদীর বাঁক।
 
ধুয়ে যাক পুরোনো যা সব 
দুঃখ মুছে যাক, 
রবিবাবুর হাতটি ধরে  
আসল যে বৈশাখ।

 

0 Comments
Leave a reply