শাগালের ড্রাঙ্কার্ড (ছবি - উইকিপিডিয়া)
শাগাল
কোন গ্রাম আমি পুষে রাখিনি আমার নীলাভ কুয়াশায়
ঠিক যাকে আমরা গ্রাম বলি
আর মাংসময় আকাঙ্ক্ষা ঢেকে রেখে সত্যি তেমন কিছু পাবো কি এখন
কাকেই বা গ্রাম বলা যায়
মানে কী কী উপাদান বা প্রকৃতির সম্মিলন হলে
তাকে ঠিক গ্রাম হিসেবে বিবেচনা করা যেতে পারে
শাগালকে জিগ্যেস করে লাভ নেই
প্যারি
যে শহরটাকে ও চেনে
সেই শহরটাও তো অনেক উঁচুতে মানুষের মাথার ওপর
উড়ে উড়ে বেড়ায়
আর দেখে মানুষের শয়তানি
কিবরিয়া
'কেমন পেইন্টার তুমি, তোমার সম্পর্কে বাজারে তো কোন মিথ চালু নাই?'
জিগাইলাম কিবরিয়াকে,
'অথচ তোমার বন্ধুরা একেকজন তো কিংবদন্তী!'
বাগানের দিকে দোতলার বারান্দায় রেলিঙে হেলান দিয়া
দাঁড়ায়ে ছিলেন কিবরিয়া,
ফুলের গন্ধ আসতেছিল
কোন্ ফুলের গন্ধ সেইটা ঠিক বুঝি নাই
কিবরিয়াকে জিগ্যেস করলে উনি বলতে পারতেন
কেননা
উনি জানেন ফুলের ফুটে ওঠার যথাযথ মাত্রা টেক্সচার পরিপ্রেক্ষিত।
খানিক পর আমার দিকে তাকায়া উনি হাসলেন
কি কমনীয় সে হাসি
কি নিষ্কলঙ্ক!
এই হাসিটাই তো কিংবদন্তী হয়া উঠবার পারে
আর মিথ।
না কি অর মিথ হয়া উঠবার দরকার নাই
অর তো রইছে গভীর গভীরতর অসুখী ক্যানভাস
পেটেন্টবিহীন
অর রং প্যাস্টেল কাঠকয়লা...
মেয়েরা রাত দখল করো
মেয়েরা একদিন রাত দখল করবে প্রকৃতিপ্রত্যয়বোধে আমি জানি
কিন্তু
আমি চাই মেয়েরা রাত দখল করুক আজই
দেয়াল-আলমারির বাইরে
মিথ-পুরাণ আর মুক্তবাজারের আকর্ষণীয় প্রলোভন ছেড়ে
মেয়েরা নামুক রাতে
রাত
যেখানে আমরা পাবো লেনিনগ্রাদের মেয়েদেরকে
অথবা রোকেয়াকে
হ্যাঁ রোকেয়া যে মেয়ে ঠিক যাকে বলে লিখতে জানতো না আর কি
আঁকতো
আঁকতো ভীতসন্ত্রস্ত আর সুসামাজিক মেয়েদেরকে
আর মেয়েদের দেশ
একান্ত নিজেদের দেশ
তাকে
সেই দেশটার দখল নিক মেয়েরা
দেশ মানে রাত
রাত মানে তো আঁধার না কালো না রবীন্দ্রনাথ বলেছেন ছবিতায়
আর মেয়েরা যেন হারিয়ে না যায় শান্তিনিকেতনের রাতে
চারদিকে তো আবর্জনা আর আবর্জনা
আবর্জনা সরিয়ে মেয়েরা চাঁদ দেখুক
চাঁদে আহত হোক
আর চাঁদে যে কালি আছে সেই কালিটুকু মাখুক
আর রক্ত
সেই রক্তের দেখা মেয়েরা পেয়েছে
এখন
রাত দখল করুক মেয়েরা