#
নিরুদ্দেশ
অন্ধকার নিয়ে হাজারো কাটাকুটি
খেলতে খেলতে একদিন
মিশে যাবো অন্ধকারের বুকে
শুষে নেবো শূন্যতার ভিতরের কিছু দৃশ্য
আর ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করবো
মৌনতা না মুখরতা
তুমি মিছিলে হাঁটবে কথা দিয়েছিলে
শত আলোকবর্ষ এখন উদগ্রীব
তোমার পথ চেয়ে...
ঈশ্বর ক্রমশঃ নিরুদ্দেশ হচ্ছে
#
মৃত্যু কোল
একটা মৃত্যু চাই
সময় করে সব আবদার মেনে নেবো
উড়ন্ত পায়ারার ওঁম ছুঁয়ে প্রতিজ্ঞারত
আমার আমি এখন...
একটা মৃত্যু চাই
কথা ভোলানো পথ সবুজ হারিয়ে আজ
নিরুদ্দেশ পথযাত্রী
সময়মত রঙ ছিটিয়ো একটু আমার বুকে
সবুজ, নীল কিংবা লাল নয়
একটু অন্ধকার দিও
একটা মৃত্যু চাই
জীবন মানে তো ধাঁধার সমীক্ষা
এর বেশী কিছু নয়
বিশ্বাস করো চোখ বুজে
একটা নিশ্চিন্ত কোল চাই
নরম কোল…
#
হৃদগোলাপের পাপড়ি
কত সবুজ...
মাঠে মাঠে কত কথা
কড়াইশুঁটির অনন্ত বিকেল
আর তুমি ---
এখন অনেকটা নতুন হয়ে গেছো।
শহুরে আদব কায়দায় জল ভরে নাও
মননে এখন উপন্যাস
কবিতা ঘুমিয়ে পড়েছে।
জাগাওনি তুমি
তোমার নরম ঠোঁটের চুম্বন আঁকোনি।
অভিমানী কবিতা এখন হেঁটে চলছে
সবুজ থেকে চির সবুজের পথে
প্রশস্ত পথ, ধানক্ষেত সবই বদলেছে
তবুও কোথায় যেন একটা গ্রাম, গোধূলির বিকেল
সন্ধ্যের হ্যারিকেনে পুড়ে যায় হৃদগোলাপের পাপড়ি।