অনুভবের বারান্দায়

লিখেছেন:দেবাশিস মুখোপাধ্যায়

 

 

তোমার জন্য বসে আছি 
সময় মুঠোয় থাকছে না 
ধূপের ধোঁয়া শেষ হয়ে এল
 
এই আমি দরজা খুলে 
তোমাকেই ভেতরে ডাকছি
 

বাইরে চাঁদ ছড়িয়ে রেখেছে কেউ
অমাবস্যা সরে যাবেই 
জোয়ার আসছে টের পাচ্ছি 
 
আঁকড়ে থাকতে পারছি না
তখন ভেসে যেতে হবে 
 

জানালায় একটা করুণ সুর 
বেহাল ঘর বেহালা হয়ে 
ভরে দিচ্ছে ফাঁপা মানুষকে 
 
বই খাতা কোথাও অক্ষর নেই
কালিহীন কলম ব্যঙ্গ করছে 
এমন বুঁদ বেরোতেই পারছি না 
 

জোছনার শরীরে পড়ে আছি
পাশের অন্ধকার ঈর্ষা করে না 
জলের গভীরে বেহালা বেজে যায় 
 
এই পরিবেশ গান বোনার 
সরব উচ্চারণ বড্ড বেমানান 
এক পুকুর সাঁতরে সবে নদীতে 
সমুদ্রের দিশেহারা ঢেউ ধাক্কা দিচ্ছে 

 

1 Comments
Leave a reply