ষোল বছরের শ্রেয়া সাহসিকতার জন্য পাঁচ হাজার টাকায় পুরস্কৃত হয়েছে। স্বয়ং মহকুমা শাসক নিজের হাতে তাকে মেডেল পরিয়ে দিয়েছেন। গ্রামে এখন চারিদিকে তার জয় জয়কার। আর এই ব্যাপারে সুদর্শনা ম্যাডামের নেপথ্য ভূমিকাও একেবারে কম নয়। শ্রেয়ার স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয়ী মনোভাব যে সুদর্শনারই শিক্ষা। এদিকে শ্রেয়ার বাবা-মা তাকে শাপ-শাপান্ত করছে রাত দিন। নিজের বিয়ে নিজে রুখে দিয়ে শ্রেয়া এখন খবরের শিরোনামে। পুরস্কার প্রাপ্তির উত্তেজনায় বদলে গেছে তার ভোল চাল।
রবিবার ভোর থেকেই বেপাত্তা শ্রেয়া। রাতে ফুলমণি এসে খবর দিল পাশের গ্রামের দীপক বাগের সাথে শ্রেয়া পালিয়েছে। নতুন সংসারে সাহসিকতার পুরস্কারের পাঁচ হাজার টাকা এবার কাজে লেগে যাবে।